‘পাকিস্তান বিশ্বকাপ জিতলে প্রধানমন্ত্রী হবেন বাবর’

জিবিনিউজ24ডেস্ক//   

এবারের টি-টয়েন্টি বিশ্বকাপে নিজেদের ‘আনপ্রেডিক্টেবল’ তকমার প্রতি একটুও অবিচার করেনি পাকিস্তান। গ্রুপপর্বের প্রথম ২দুটি ম্যাচেই হেরে একসময় বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছিল বাবর আজমের দল, সেখান থেকে দুর্দান্ত কামব্যাক করে এখন বিশ্বকাপের ফাইনালে দলটি। দলের এমন প্রত্যাবর্তনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। 

তবে প্রশংসার থেকেও এক ধাপ এগিয়ে গেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গ্যাভাস্কার। সাবেক এ ব্যাটারের মতে, পাকিস্তান এবারের বিশ্বকাপ জিতলে ২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বাবর। 

এ প্রসঙ্গে গাভাস্কর বলেন, ‘যদি পাকিস্তান বিশ্বকাপে জেতে তাহলে ২০৪৮ সালে বাবর আজম পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে।’

১৯৯২ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েই প্রথমবার বিশ্বসেরার মুকুট জিতেছিল পাকিস্তান। এবারেও দলটির ফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ড। তাই এ বিশ্বকাপে সে বিশ্বকাপের ছায়া দেখতে পাচ্ছেন অনেকেই। যেহেতু সে বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন ইমরান খান, যিনি পরবর্তীতে এসে দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন, সেই সুর ধরেই হয়তো বাবরকে প্রধানমন্ত্রী বানানোর কথা বলেছিলেন গাভাস্কার। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন