জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় র্যাবের অভিযানে আনুমানিক ২ কোটি টাকা মূল্যের ১ কেজি ৯৯০ গ্রাম হেরোইনসহ রাজিবুল ইসলাম(৫০) নামে একজন গ্রেফতার হয়েছে।বুধবার (৭’অক্টোবর) দুপুর ২টার দিকে রামনগর গ্রামে পাকা সড়কের উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প সদস্যরা।তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ ইসলামপুর মহল্লার কাঞ্চন মিয়ার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি আজমল হোসেন বলেন, কতিপয় ব্যাক্তির মাদক বিক্রির জন্য অবস্থানের গোপন খবরে অভিযান চালিয়ে রাজিবুলকে হাতানাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা করেছে র্যাব।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন