রংপুর রাইডার্সের সঙ্গী যুক্তরাষ্ট্রের দল আটলান্টা ফায়ার

gbn

  জিবিনিউজ24ডেস্ক//     

গতকাল রোববার রাজধানীর অভিজাত এক হোটেলে যুক্তরাষ্ট্রের মাইনর লিগের দল আটালান্টা ফায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি আটালান্টার সাথে শেয়ারের পাশাপাশি রিসোর্স আদান-প্রদান করবে।

চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে রংপুরের পক্ষে প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক ও আটালান্টা ফায়ারের পক্ষে মালিক হাসান তারেক এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ইশতিয়াক বলেন, 'আটালান্টা ও রংপুর রাইডার্স এখন যৌথ মালিকানার অংশ। আমরা শেষবার যখন বিপিএলে খেলি ২০১৭-১৮ সালে, তখন দুবাই বা সিপিএলে বিনিয়োগ করার কথা ভাবছিলাম। যেমন ভারতের বড় দলগুলোকে দেখি। কিন্তু শেষ দুই বছর করোনার কারণে ওটা থেকে সরে এসেছি।’

তিনি আরো যোগ করেন, 'এরপর হাসান ভাইয়ের সঙ্গে দেখা হয়। আমাদের মূল ফোকাস হলো মেজর লিগ হচ্ছে ইউএসএতে। ওখানে ছয়টা দলকে অনুমতি দিয়েছে। আমরা ওই টুর্নামেন্টে নজর রাখছি। উনি আমাদের কো-ওউনার হিসেবে থাকবে, আমরা আটালান্টাতে থাকবো।'

এছাড়া রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তির উদ্দেশ্য নিয়ে আটালান্টা ফায়ারের মালিক হাসান তারেক বলেন, 'ইউএসএ থেকে যদি কোন রিসোর্স লাগে। যেন আমরা এই দেশ থেকে নিতে পারি। একইভাবে ওখান থেকে যদি আনতে পারি। এজন্য আমাদের একটা পার্টনার দরকার ছিল। এই গ্রুপটা অসাধারণ। আমরা অনেকদিন ধরেই আলোচনা করছিলাম কীভাবে সহযোগিতা করা যায়। আটলান্টাতে আমাদের একটা ছোট একাডেমি আছে। এখান থেকে কিছু রিসোর্স ও তথ্য নিতে চাই। এজন্য আমি মনে করি সবমিলিয়ে কার সঙ্গে হাত মেলাবো। রংপুর রাইডার্সই এখানে সেরা অপশন।'

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন