চলতি মাসে ১৬ হাজার ৬২৪ জন ডেঙ্গু আক্রান্ত

gbn

 জিবিনিউজ24ডেস্ক//   

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয় ১৬ হাজার ১৫২ জন। কিন্তু চলতি মাসের ২৫ দিনে ১৬ হাজার ৬২৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার এ সংখ্যা গত ৯ মাসে সর্বোচ্চ। শুধু সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪১৬ ডেঙ্গু রোগী ভর্তি। এ মৌসুমে সারাদেশে ডেঙ্গুর আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩২ হাজার ৭১৬ জন। এর মধ্যে ২৩ হাজার ৮২ জন রোগী ঢাকার এবং ৯ হাজার ৬৩৪ জন ঢাকার বাইরের।

মঙ্গলবার (২৫ অক্টোবর) তার আগের ২৪ ঘণ্টার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে নতুন ভর্তি রোগীর মধ্যে ৪৯৪ জন ঢাকার এবং ঢাকার বাইরের ২৫৬ জন। 

চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৪৬৬ জন। এ বছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন