Bangla Newspaper

সুন্দর জাতী গঠনে শিক্ষার বিকল্প নাই,ডোমারে মা সমাবেশে মোতাহার হোসেন এমপি

102

নীলফামারী জেলা প্রতিনিধি  ||

যে বাড়ীতে মা শিক্ষিত সে বাড়ীতে শিক্ষিতের হারও বেশী”নীলফামারীর ডোমারে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ১৮ উপলক্ষে সোমবার (১২ই মার্চ)দুপুরে শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশ ও কৃতি শিক্ষাথী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি মোতাহার হোসেন কথাগুলো বলেন।তিনি আরো বলেন,শিক্ষক স্কুলে পাঠ দান করলেও ঘরে মায়েদের ও যতœ নিতে হবে কারণ সুন্দর জাতী গঠনে শিক্ষার বিকল্প নাই।এসময় তিনি শিক্ষা বান্ধব এ সরকারের শিক্ষার মান উন্নয়নে নানা পদক্ষেপ সম্পর্কে উপস্থিত সকলকে ধারণা দেন। উপজেলা শিক্ষা অফিস আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে অন্যন্নদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল,বীর মুক্তযোদ্ধা নুরন-নবী কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু,প্রাথমিক শিক্ষা অফিসার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন,প্রধান শিক্ষক গোলাম সারোয়ার বাবু,ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মাহমুদ উজ্জল প্রমূখ।এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Comments
Loading...