জিবিনিউজ24ডেস্ক//
ব্যাট হাতে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বল হাতেও সাফল্য এনে দিয়েছেন, মোটকথা জিম্বাবুয়ের বিশ্বকাপ মিশনের শুরুটা দারুণভাবে রাঙাতে কোনো কমতিই রাখেননি সিকান্দার রাজা। ইনজুরি থেকে ফেরা ব্লেসিং মুজারাবানিও আজ বল হাতে জ্বলে উঠেছেন। দুজনের দাপুটে পারফরম্যান্সে বড় ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়েছে জিম্বাবুয়ে।
সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে আইরিশদের ৩১ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। হোবার্টের বেলেরিভ ওভালে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন সিকান্দার রাজা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন