ছাতক থানার নতুন ওসি শেখ নাজিম উদ্দিন

gbn

আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে //

ছাতকে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে শেখ নাজিম উদ্দিন যোগদান করেছেন। রোববার বিকেলে তিনি অফিসার ইনচার্জ ওসির দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, থানার ওসি (অপারেশন) মিজানুর রহমান। এসময় থানার এসআই হাবিবুর রহমাস (পিএিম), এসআই মলয় কুমার সাহা, এসআই দেলোয়ার হোসেন, এসআই ইমতিয়াজ সরকার, এসআই ইয়াছিন মুন্সি, এসআই আনোয়ার হোসেন, এসআই মহিন আহমদ, এএসআই মোহাম্মদ আলীসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা শেখ নাজিম উদ্দিন সুনামগঞ্জ জেলা গোয়ান্দা শাখায় ২৫জুন যোগদান করে ওসি’র দায়িত্ব পালন করেছিলেন। জানা গেছে, ছাতক থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মুরশেদকে গেল ২৩ সেপ্টেম্বর এখান থেকে চট্রগ্রাম রেঞ্জে বদলী হন। পুলিশ প্রধানের নির্দেশে ছাতক থানা থেকে উখিয়া থানায় বদলী হয়ে এখন ওসির দায়িত্ব আছেন। তিনি ছাতক থানায় ওসির দায়িত্বে ছিলেন ১১দিন। এর আগে শাল্লা থানায় তিনি ২মাস ১০দিন প্রথম ওসির দায়িত্ব পালন করে সুনাম কুড়িয়েছিলেন। নতূন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র কাছে ছাতকবাসীর দাবী, সুরমানদীতে চাঁদাবাজীবন্ধে ও শিলং, জুয়া, মাদকসহ সার্বিক বিষয়ে গুরুত্ব দিবেন। #

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন