স্পোর্টস ডেস্ক /
বাংলাদেশ ও ভারতের মধ্যকার নারী এশিয়া কাপের ম্যাচ দেখতে আজ দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মাঠের আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী গণমাধ্যমকে জানান, সিলেটে নতুন আরও তিনটি স্টেডিয়াম তৈরির জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। একইসঙ্গে বেদখল হওয়া সিলেটের পুকুরগুলো উদ্ধারেরও চেষ্টা চলছে বলে এসময় জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেট একসময় মাঠ ও পুকুরের নগরী ছিল। এখন মাঠ ও পুকুরগুলো বেদখল হয়ে গেছে। এগুলো উদ্ধারে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’
সিলেটে মেয়েদের খেলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আপনারা জানেন সিলেটের মানুষ কিছুটা কনজারভেটিভ। তারপরও এখানকার স্থানীয়রা মেয়েদের খেলায় উৎসাহ দিয়ে থাকেন।’
এছাড়া আগামীতে সিলেট থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আগে মেয়েদের এতো সুযোগ সুবিধা ছিল না। এখন সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিরা এক্ষেত্রে এগিয়ে এসেছেন। আমাদের মেয়েরা থাইল্যান্ডকে হারিয়েছে। আজকের ম্যাচ জিততে পারলে ইতিহাস সৃষ্টি হবে।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন