ম্যাচ হেরেও সোহান বলছেন বোলাররা ভালো করেছে

gbn

স্পোর্টস ডেস্ক //

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আজ শুক্রবার মাঠে নেমেছিল বাংলাদেশ এবং পাকিস্তান। প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে নুরুল হাসান সোহানের দল। তবে ম্যাচ হারের পর অধিনায়ক সোহান বলছেন বেশকিছু জায়গায় উন্নতি আনলে ভালো করার সুযোগ রয়েছে।

পেসবান্ধব উইকেটে দলের পেসাররা ছিলেন নিস্প্রাণ। হাসান মাহমুদ কোটা পূরণ করেছেন ৪২ রান ১ উইকেট শিকার করে। আরেক পেসার মোস্তাফিজুর রহমান দিয়েছেন বিনা উইকেটে ৪৮ রান। দলের মূল দুই পেস বোলার বল হাতে রানের বন্যা বইয়ে দেওয়ার পরেও অধিনায়কের কন্ঠে ছিল বোলারদের জন্য সহমর্মিতা। ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহানের মতে, বোলাররা ভালো করেছে। 

এ প্রসঙ্গে অধিনায়ক বলেন, 'হতাশ, উইকেট ব্যাটিং করার জন্য ভালো ছিল। আমাদের কিছু জায়গায় উন্নতি আনতে হবে। বোলাররা ভালো করেছে। কিন্তু সেখানেও কাজ করার জায়গা আছে। মিডলে আমরা অনেক উইকেট হারিয়েছি। লিটন-আফিফ এবং ইয়াসির ভালো ব্যাটিং করেছে। তাসকিন ভালো করেছে। এটাই প্রাপ্তি।’ 

এদিকে জয়ী দলের অধিনায়ক বাবর আজম জানান, পাওয়ারপ্লেতে ৫০ রান স্কোরবোর্ডে যোগ করাই ছিলো তাদের মূল লক্ষ্য। গ্যালারি ফাঁকা থাকায় বোলাররা তাদের সেরা সুবিধায় আদায় করে নিতে পেরেছেন বলে মনে করেন পাক অধিনায়ক।

এ নিয়ে বাবর বলেন, 'ব্যাট হাতে লক্ষ্য ছিল পাওয়ার প্লেতে ৫০ রান যোগ করা। ওই লক্ষ্য অনেকটাই পূরণ হয়েছে। বোলাররা নিউজিল্যান্ডের খোলা গ্যালারির মাঠে বাতাসের সুবিধা নিতে পেরেছেন, এখানে বাতাস গুরুত্বপূর্ণ বিষয়। বোলাররা যার সুবিধা নিতে পেরেছে।'

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন