আমিরাতকে ছোট করে দেখছেন না সোহান

  জিবিনিউজ24ডেস্ক//

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিজেদের আরোও প্রস্তুত করতে বাংলাদেশ দল এখন রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় অধিনায়কের দায়িত্ব সামলাবেন নুরুল হাসান সোহান। আজ রোববার প্রথম ম্যাচে মাঠে নামার আগে সোহান জানালেন, সংযুক্ত আরব আমিরাতকে ছোট করে দেখছেন না, যেহেতু তারা আন্তর্জাতিক ম্যাচ খেলে, তাই তারা অবশ্যই ক্যাপাবল।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজের এক ভিডিও বার্তায় দেখা যায় ম্যাচের আগের দিন কথা বলেছেন সোহান। সেখানে জানান, প্রতিপক্ষকে মোটেও দুর্বল মানছেন না এই অধিনায়ক। একই সঙ্গে  জানালেন টি-টোয়েন্টিতে যারা ভালো খেলবে রেজাল্ট তাদের পক্ষেই যাবে।

সোহান বলেন, 'প্রথমেই আমি এ শব্দটা কোনভাবেই ব্যবহার করতে চাই না কোন টিম দুর্বল বা ছোট করা। তারা যেহেতু আন্তর্জাতিক খেলতেছে অবশ্যই তারা ক্যাপাবল। স্পেশালি টি-টোয়েন্টিতে দেখবেন যারা যেদিন ভালো খেলছে, ভালো রেজাল্ট আসে তাদের পক্ষেই। আমাদেন অন্য কোন পথ নেই ভালো খেলা ছাড়া। আমরা আমাদের প্রসেসটা ঠিক রেখে ভালো খেলার চেষ্টা করবো।'

প্রথম ম্যাচে একাদশ হবে, ওপেনিং কিংবা অন্যান্য পজিশনে কে খেলবেন এসব নিয়ে নিদিষ্ট করে কিছু জানান নি সোহান। শুধু এটুকু বললেন বেস্ট সাইড নিয়েই খেলার চেষ্টা থাকবে তার

এ নিয়ে সোহান বলেন, 'নিদিষ্টকরে কারো নাম এখনই মেনশন করতে চাচ্ছি না, যেহেতু কালকে টুর্নামেন্ট হবে। আমার কাছে মনে হয় বেস্ট ব্যালেন্স সাইড যেটা সেটা নিয়েই খেলার চেষ্টা করবো। সামনে আমাদের নিউজিল্যান্ডে সিরিজ আছে পরবর্তীতে বিশ্বকাপ আছে। আমরা একটি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি তো আমরা ওটাই ফলো করার চেষ্টা করবো।'

সোহান আরোও যোগ করেন, 'এটা যদি বলি অবশ্যই জেতা, আন্তর্জাতিক প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের হয়ে প্রতিটা ম্যাচ খেলাই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। যেহেতু এটা ইন্টারন্যাশনাল ম্যাচ সেহেতু আমরা আমাদের হ্যান্ড্রেড পার্সেন্ট ব্যালেন্স যে টিমটা সেটা এবং সবচেয়ে বেশি ফোকাস যেটা ম্যাচটা জেতা।'

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন