আদিল মোহাম্মদ শাহজীদ যুক্তরাজ্যের লন্ডন অক্সটেড স্কুল এন্ড কলেজ থেকে জিসিএসই রেজাল্ট পেয়েছে। সে ২ ডবল এ ষ্টারস্, ৩ এ ষ্টারস্, ৩ এস ও ৩ হ্যাইয়ার বি এস পেয়েছে।
সুনামগঞ্জের ছাতক উপজেলার পরশপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী এস এম সুজন মিয়া ও আলেয়া শাহজীদের দ্বিতীয় ছেলে আদিল মোহাম্মদ শাহজীদ। তার পিতা এস এম সুজন মিয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ী এবং মা আলেয়া শাহজীদ ড্রাইভিং ইনস্ট্রাক্টর এন্ড বিজনেস ওম্যান।
আদিল মোহাম্মদ শাহজীদ এ লেভেলের জন্য গণিত, অর্থনীতি ও ব্যবসায় লন্ডনের রায়গেট কলেজে অধ্যয়ন করবে। আদিল মোহাম্মদ শাহজীদ এর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার পিতা এস এম সুজন মিয়া ও মা আলেয়া শাহজীদ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন