জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্যদের সম্মাননা

gbn

ওসমানীনগর প্রতিনিধি::

ওসমানীনগরের ছোট ধিরারাই শরিষপুর গ্রামের আলোর ফেরিওয়ালা খ্যাত মরহুম জমির আহমদের খাইয়াকাইড় নতুন বাজার এলাকায় প্রতিষ্ঠিত বিশ্বনাথের জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২১-২২ সালের দাতা এবং স্থানীয় দাতাবৃন্দদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি ছিলেন,সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব,হল্যান্ড প্রবাসী নুরুল ইসলাম নোমান, প্রাইম ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: তাজ উদ্দিন, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া,লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী শাহীন রেজা। বিদ্যালয় পরিচালানা কমিটির সভাপতি ও ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মরহুম জমির আহমদ এর পুত্র মো. মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও শিক্ষক নাজমুল ইসলামের পরিচালনায় বক্তারা বলেন, শত চড়াই-উতরাই পেরিয়ে অমৃত্যু মানুষের কল্যাণে কাজ করার ধারাবাহিকতায় সিলেটের দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠা করে গেছেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জমির আহমদ বহুমুখি উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠা কাল থেকে বিদ্যালয়টি দুই উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে দেয়ায় বিদ্যালয়ে লেখাপড়া করে আজ অনেকেই স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। জমির আহমদ পৃথীবি ছেড়ে গেলেও পিতার স্বপ্ন বাস্থবায়নে প্রতিষ্ঠানের উন্নতির চরম শিখরে নিয়ে যেতে কাজ করে যাচ্ছেন পুত্র মো. মঞ্জুর আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির হোসেন, সহকারী শিক্ষক অজিত চন্দ্র, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন, সমাজসেবক মো: নুর উদ্দিন, শিক্ষার্থী তানজিদা আক্তার, পুষ্প জান্নাত প্রভা, ফারহানা বেগম সুমাসহ আরো অনেকে। বিদ্যালয়টিতে বর্তমানে অবকাঠামোগত উন্নয়নে দাতা এবং অতিথিদের দৃষ্টি আকর্ষন করেন বিদ্যালয়ের শিক্ষকও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি পেশার লোকজনসহ সুশিল সমাজে প্রতিনিধিরা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন