জিবিনিউজ 24 ডেস্ক//
বাংলাদেশের অন্যতম সেরা কোচ মারুফুল হক। চট্টগ্রাম আবাহনীকে এবার অনেকে রেলিগেশন ফাইটের দল ধরেছিল। সেই মারুফের দল লিগে ২২ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট সংগ্রহ করেছে। এখন পয়েন্ট টেবিলে অবস্থান তাদের পঞ্চম। মোহামেডান ও শেখ রাসেল শেষ ম্যাচ জিতলে তিন দলেরই সমান ৩১ পয়েন্ট হবে। তখন গোল ব্যবধানে পজিশন নির্ধারণ হবে।
আজ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দ্ত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ৩-২ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়। চট্টগ্রাম আবাহনীর তিন গোলের মধ্যে জোড়া গোল পিটার থ্যাঙ্কগড। এই জোড়া গোলে তিনি ২০ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে অনকেটাই এগিয়ে থাকলেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। ২১ ম্যাচে তার গোল সংখ্যা ১৭। সুলেমানকে পিটারকে স্পর্শ করতে হলে আগামীকাল মঙ্গলবার হ্যাটট্রিক করতে হবে। সুলেমান তিন গোলের কম করলে পিটার এই মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হবেন।
চট্টগ্রাম আবাহনী ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পেলেও লিড প্রথমে পেয়েছিল বাংলাদেশ পুলিশ। ১০ মিনিটে ক্রিস্টিয়ানের গোলে পুলিশ লীড নেয়। ২৯ মিনিটে পিটারের গোলে ম্যাচে সমতা আনে চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধ ১-১ গোলে সমতায় শেষ হয়।
দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে অগাস্টিনের গোলে এবার চট্টগ্রাম আবাহনীর লিড। ৬১ মিনিটে পিটারের দ্বিতীয় গোলে চট্টগ্রাম আবাহনীর ম্যাচে জয়ের আভাস পায়। এই গোলের মাধ্যমে পিটার ২০ গোলের গোলদাতা হিসেবে নাম লেখান। ৭৮ মিনিটে পুলিশের আফগান ফুটবলার আমির শরীফি গোল করলে ম্যাচে আবার ফেরে পুলিশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় মারুফের দল ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ২২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পুলিশ সপ্তম স্থানে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন