জিবিনিউজ 24 ডেস্ক//
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলছে বাংলাদেশ দল। টানা দুই জয়ের পর আজ তৃতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলছে। ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথমার্ধে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে আছে। চার গোলের মধ্যে তিনটি গোলই করেছেন মিরাজুল।
এই মিরাজুলের গোলই বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে গোল পাননি। আজ তৃতীয় ম্যাচে আবার জ্বলে উঠেছেন মিরাজুল। ম্যাচের ১৮ মিনিটে তার গোলে বাংলাদেশ এগিয়ে যায়। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩১ মিনিটে রফিকুল গোল করেন। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে মিরাজুল নিজের হ্যাটট্রিক ও দলের চতুর্থ গোল করেন।
বাংলাদেশ দলের এই ম্যাচ জয় এখন সময়ের অপেক্ষা। এই ম্যাচ জিতলে তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত হবে। সেক্ষেত্রে নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি হবে নিয়মরক্ষার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন