সুন্দরগঞ্জে গৃহবধুকে ধর্ষণের চেষ্টায় ব্যার্থ হয়ে নির্যাতন

gbn

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শারিরীক নির্যাতন করার অভিযোগ উঠেছে আরাফাত হোসেন (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় ওই গৃহবধূ '৯৯৯' কল করলে আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। 

 

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামে এঘটনা ঘটে। অভিযুক্ত আরাফাত হোসেন বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ ঈমান আলীর ছেলে ও একই গ্রামের বাসিন্দা।

 

জানা যায়, গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করেন। এরই সুযোগে বৃহস্পতিবার দুপুরে উত্তর সাহাবাজ গ্রামের ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী আরাফাত হোসেন ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই গৃহবধূর সঙ্গে জোর জবরদস্তিও করে। গৃহবধূ বাঁধা দিলে ব্যর্থ হয়ে তাকে বেধড়ক মারধর করে ওই যুবক। গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এসময় ওই গৃহবধূ নিরুপায় হয়ে আত্মরক্ষার জন্য জাতীয় জরুরী সেবা 'ট্রিপল নাইনে' ফোন করে। পরে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

 

নির্যাতনের শিকার ওই গৃহবধূ বলেন, 'আমাকে বাড়িতে একা পেয়ে আরাফাত জোর-জবরদস্তি করে ধর্ষণের চেষ্টা করে। আমি আত্মরক্ষার জন্য আরাফাতকে আঘাত করি। এসময় ধর্ষণে ব্যর্থ হয়ে সে আমাকে মারপিট করেন। তখন ইজ্জত রক্ষার জন্য আমি ৯৯৯ কল করি। পরে পুলিশ আমাকে উদ্ধার করে।'

 

তিনি আরও বলেন, 'ওর হাত থেকে বাঁচতে চাই। আমাকে রাস্তা-ঘাটে খুব বিরক্ত করে। আমার স্বামী ঢাকায় থাকে, আমি নিরাপত্তা চাই।'

 

এবিষয়ে থানায় কোন অভিযোগ হয়েছে কি না জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, 'এটা তো আমরা আপনাকে বলবোনা। আমাদের কাছে লিখিত অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা আমরা প্রত্যেকটার নিই। অভিযোগ হইলো কি না এতো কিছু আমি আপনাকে বিস্তারিত বলবোনা।'

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন