জিবিনিউজ 24 ডেস্ক//
বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে গেছে। তবে লিগের রোমাঞ্চ শেষ হয়ে যায়নি। অবনমন অঞ্চলে এখনো ভর করে আছে অনিশ্চয়তা।
রেলিগেশন রোমাঞ্চ পৌঁছে গেছে শেষ রাউন্ড পর্যন্ত। আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-১ গোলে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ড্র করে। মুক্তিযোদ্ধা আজ জিতলে নিজেদের অবনমন এড়ানো হয়ে যেত। পাশাপাশি দ্বিতীয় দল হিসেবে উত্তর বারিধারা অবনমিত হতো।
মুক্তিযোদ্ধার এই ড্রয়ে বারিধারার প্রিমিয়ারে টিকে থাকার আশা বেঁচে রইল খানিকটা। তবে সেটাও অনেক যদি কিন্তুর উপর। বারিধারার শেষ ম্যাচ ঢাকা আবাহনীর বিপক্ষে। প্রিমিয়ারে টিকে থাকতে বারিধারার জয়ের কোনো বিকল্প নেই। আবাহনীর বিপক্ষে জেতা খুবই কঠিন।
বারিধারা অঘটন ঘটালেও তাকিয়ে থাকতে হবে মুক্তিযোদ্ধা সংসদের দিকে। মুক্তিযোদ্ধা যদি সাইফের বিপক্ষে জিতে যায় সেক্ষেত্রে ১৯ পয়েন্ট নিয়ে এই দলটি অবনমন এড়িয়ে যাবে। আর মুক্তিযোদ্ধা যদি সাইফের বিপক্ষে ড্র করে এবং বারিধারা আবাহনীকে হারায় তখন লিগ শেষে দুই দলেরই সমান ১৭ পয়েন্ট। সেক্ষেত্রে বাইলজ অনুযায়ী প্লে অফ ম্যাচ অনুষ্ঠিত হবে।
আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরো দু’টি ম্যাচ ছিল। রাজশাহী ভেন্যুতে স্বাগতিক পুলিশের বিপক্ষে ঢাকা মোহামেডান ১-১ গোলে ড্র করেছে। সফরকারী মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাতে ২৮ মিনিটে গোল করে লিড এনে দেন সাদা-কালোদের। চার মিনিট পরই পুলিশের ক্রিস্টিয়ান গোল করে সমতা আনেন। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় দুই দল এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এ ড্রয়ে দুই দলেরই ৩০ পয়েন্ট। গোল ব্যবধানে মোহামেডান রইল টেবিলের পাঁঁচে আর পুলিশ ছয়ে।
দিনের আরেক ম্যাচে শেখ রাসেল ৩-১ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারায়। রিচার্ডের গোলে রাসেল প্রথমার্ধে লিড নেয়। দ্বিতীয়ার্ধে দীপক রায় জোড়া গোল রাসেলের জয় সুনিশ্চিত করে। ইনজুরি সময়ে রহমতগঞ্জ এক গোল করে পরাজয়ের ব্যবধান বাড়ায়। এই জয়ে শেখ রাসেল ২৮ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে যৌথ অবস্থানে। গোল ব্যবধানে রাসেল সপ্তম স্থানে আর মারুফের দল অষ্টমে। রহমতগঞ্জ ১৮ পয়েন্টে টেবিলের নবমে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২১ তম রাউন্ডের খেলা আজ সমাপ্ত হয়েছে। শেষ রাউন্ডের সূচি এখনো প্রকাশ করেনি ফেডারেশন। শুক্রবার বিকেলে লিগ কমিটির সভা রয়েছে। সেখানে শেষ রাউন্ডের সূচি ও ট্রফি প্রদান সম্পর্কে আলোচনা করে সিদ্ধান্ত আসবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন