৭ গোল, ৫ লাল কার্ড ও ১১ মিনিট ইনজুরি সময়

জিবিনিউজ 24 ডেস্ক//

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক ঘটনাবহুল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। সাইফ স্পোর্টিং ক্লাব ৭-০ গোলে স্বাগতিক উত্তর বারিধারাকে হারিয়েছে। চলতি লিগে এত গোল কোনো ম্যাচে কেউ দিতে পারেনি পাশাপাশি এটিই সর্বোচ্চ ব্যবধানে জয়ও এই লিগে। 

৭ গোলের পাশাপাশি আজ মঙ্গলবার ম্যাচে ৫টি লাল কার্ড হয়েছে। অবশ্য এই পাচ লাল কার্ডের মধ্যে একজন মাত্র ফুটবলার। বাকি চার জনই ডাগ আউটে। প্রথমার্ধে সহকারী রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখেন সাইফের আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রসিয়ানী। 

দ্বিতীয়ার্ধে আরো চারটি লাল কার্ড দেখিয়েছেন রেফারি আনিসুর রহমান সাগর। এক ঘটনাকে কেন্দ্র করে বারিধারার ফুটবলার সুজন বিশ^াস খুব উত্তেজিত হন। সেই ঘটনার জের ধরে বারিধারার ম্যানেজার, এক কর্মকর্তা ও বলবয় তাদের ডাগ আউট ছেড়ে সাইফের ডাগআউটে যায়। এই ঘটনা সামাল দিতে ম্যাচের নিরাপত্তায় থাকা এক পুলিশও হস্তক্ষেপ করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি শান্ত হলে রেফারি বারিধারার এক ফুটবলার এবং ডাগ আউটের তিন জনকে লাল কার্ড দেখান। এত ঘটনার জেরে দ্বিতীয়ার্ধে ইনজুরি সময় হয় ১১ মিনিট। 

একপেশে ম্যাচটিতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিশ্রামে যায় সাইফ। ম্যাচের ১৫ মিনিটে এমফোন উদোহর গোলে এগিয়ে যায় সাইফ। প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে (৪৫তম মিনিটে) মেরাজ হোসেন অপির গোলে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতি যায় দলটি।

বিরতি থেকে ফিরে আক্রমণে-আক্রমণে বারিধারার নাভিশ্বাস তোলে সাইফের খেলোয়াড়রা। ৬৪ মিনিটে ম্যাচের তৃতীয় এবং নিজের জোড়া গোল পূর্ণ করেন মেরাজ। এরপর গোপালগঞ্জ দেখে আসরর গফুরব ঝলক। ৬৭ ও ৮৫ মিনিটে দুই গোল করে দলীয় ব্যবধান অনেকটা বাড়িয়ে দেন গফুরব। ম্যাচের অবশিষ্ট দুই গোলের জোগানদাতা হলেন রহিম উদ্দিন (৭১ মিনিট) এবং আবিদ আহমেদ (৯০+২ মিনিট)।

এই জয়ে ২১ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে সাইফ স্পোর্টিং ক্লাব। সমান সংখ্যক ম্যাচে উত্তর বারিধারার পয়েন্ট ১৪। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র আগামীকালের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিতলে এক ম্যাচ বাকি থাকতে বারিধারারও রেলিগেশন নিশ্চিত হবে। বারিধারাকে লিগে টিকে থাকতে হলে পরের ম্যাচে নিজেদের জিততে হবে পাশাপাশি মুক্তিযোদ্ধার বাকি দুই ম্যাচ থেকে এক পয়েন্টের বেশি পাওয়া যাবে না। মুক্তিযোদ্ধা পরের দুই ম্যাচ ড্র করলে এবং বারিধারা শেষ ম্যাচ জিতলে দুই দলের পয়েন্ট সমান ১৭ হবে। বাইলজের নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে প্লে অফ হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন