খেলা চলাকালে সতীর্থের জীবন বাঁচালেন ফুটবলার

জিবিনিউজ 24 ডেস্ক//

গত ইউরোয় ম্যাচ চলাকালে হঠাৎ মাঠে অচেতন হয়ে পড়ে যান ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। তার দলের অধিনায়ক সিমোন কেরের প্রাথমিক প্রচেষ্টায় জীবন বাঁচে এই ড্যানিশ প্লেমেকারের। কয়েকদিন আগে প্রায় একইরকম দৃশ্যের অবতারণা হয় উয়েফা ইউরোপা কনফারেন্স লিগে।

হাঙ্গেরির ক্লাব ফেহেরভার এবং আজারবাইজানের গাবালা এফকে’র মধ্যকার দ্বিতীয় কোয়ালিফাইং রাউন্ডের প্রথম লেগ চলাকালে বলের জন্য শূন্যে ঝাঁপিয়েছিলেন দুই দলের দুই ফুটবলার। শূন্যে থাকা অবস্থাতেই দুজনের মধ্যে সংঘর্ষ হয়। যাতে সফরকারী গাবালা’র ফুটবলার ইলকিন কিরতিমভ মারাত্মক চোট পান। চোটের ফলে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এই ফুটবলার।

 

সতীর্থের অবস্থা সংকটাপন্ন বুঝতে পারার পরপরই দলটির অধিনায়ক আসিফ মাম্মাদোভ এগিয়ে আসেন। কিরতিমভ যেন জিভ কামড়ে না ফেলেন সেজন্য তার চোয়াল ধরে রাখেন আসিফ। এ সময় চিৎকার করে চিকিৎসক দলকে মাঠে ডাকেন তিনি।

আসিফ এবং চিকিৎসক দলের প্রচেষ্টায় শেষ পর্যন্ত বেঁচে যায় কিরতিমভের জীবন। স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে শঙ্কামুক্ত ঘোষণা করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন