চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাব ও বিজিবি’র ৪টি পৃথক অভিযানে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ১৫৫ গ্রাম হেরোইন, ৬ কেজি গাঁজা,১৫ বোতল বিদেশী মদ, ২৬৭ বোতল ফেনসিডিল ও ৭৬ জোড়া চোরাচালানকৃত স্যান্ডেল উদ্ধারসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (২২জুলাই) ও গত বৃহস্পতিবার(২১ জুলাই) এসব অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলেন, শিবগঞ্জের চতুরপুর গ্রামের রায়হান আলীর ছেলে আলী হোসেন(৩২),উজিরপুর গ্রামের মৃত তফিজুল হকের ছেলে জাহাঙ্গীর আলম(২১) ও মোবারাকপুর ইউনিযনের গঙ্গারামপুর গ্রামের মো. মীর চানের ছেলে মো. বকুল (৩০)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,গত বৃহস্পতিবার দিবাগত ১ টার দিকে গঙ্গারামপুর গ্রামের নিজ বাড়ির সামনের সড়ক থেকে মদ ও হেরোইনসহ গ্রেপ্তার হয় বকুল। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তক্তিপুর গরুর হাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার হয় আলী হোসেন ও জাহাঙ্গীর। এসব অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লে.কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন(রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্নেল আমীর হোসেন মোল্লা বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় শিয়ালমারা সীমান্তে আমবাগান এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন ১৯২ বোতল ফেনসিডিল ও ৭২ জোড়া স্যান্ডেল পাওয়া যায়। এর আগে গত বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে সোনামসজিদ সীমান্তর তাহাখানা এলাকা থেকে মালিকবিহীন ৭৫ বোতল ফেনসিডিল জব্দ হয়।
মাদক,চোরাচালানী পণ্য উদ্ধার ও গ্রেপ্তারের এসব ঘটনায় পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব ও বিজিবি। ###

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন