১১দিন নিখোঁজ থাকার পর দেশ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি এম ওবায়দুর রহমানের (৪৮) সন্ধান মিলেছে। তিনি বর্তমানে চুয়াডাঙ্গার দামুুরহুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি আজহারুল ইসলাম আরজু ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পত্রিকায় নিখোঁজ সংবাদ প্রকাশিত হওয়ার পর রবিবার দামুরহুদার স্থানীয় সাংবাদিকরা তাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় দেখার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার বিকেলে তার জ্ঞান ফিরে। মঙ্গলবার তাকে মানিকগঞ্জে আনা হবে। তিনি সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অঙ্গসংগঠন কৃষক সমিতির একজন সক্রিয় সদস্য। তিনি ঘিওর উপজেলার কাহেতারা গ্রামের তামেজ উদ্দিনের ছেলে।