জিবিনিউজ 24 ডেস্ক//
ত কয়েকদিন পশুর হাট ও ঈদের নিরাপত্তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
বুধবার (১৩ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত পুলিশ কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি ধন্যবাদ জানান।

পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু পরিবহন, পশুর হাটের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ম্যানেজমেন্ট ও পথে-প্রান্তরে প্রান্তিক মানুষের নিরাপত্তায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এজন্য আমি সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানাই।
এসময় আইজিপি ঈদ উদযাপন শেষে নতুন প্রেরণায় উজ্জীবিত হয়ে সরকারি দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।
 
                            
                             
                                                                                                
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন