গোপালগঞ্জে এক যুবককে চোখে ও মুখে এসিড ঢেলে নির্যাতন

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে আবু বক্কর শেখনামে এক যুবককে ডেকে নিয়ে চুরির অপবাদ দিয়ে হাত পা বেধেচোখে ও মুখে এসিড ঢেলে নির্যাতন করা হয়েছে।গতকাল রাতে কাশিয়ানী উপজেলার ছোটখার কান্দি গ্রামে এ ঘটনাঘটে। তাকে আশংঙ্কা জনক অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালেভর্তি করা হয়েছে। এ বিষয়ে আহত আবু বক্করের সাথে কথা হলে তিনবলেন পূর্ব শত্রুতার জের ধরে তারামিয়া, ফজর আলী, আলম ও আহাদ আমাকেডেকে নিয়ে হাত পা বেধে চোখে মুখে এসিড ঢেলে দেয়।এ বিষয়ে কাশিয়ানী পুলিশ জানায়, আহত আবু বক্করের নামে থানায়চুরির অভিযোগ রয়েছে, স্থানীয় লোকজন তাকে ধরে চোখে মুখে ফুটন্তগরম পানি ঢেলে দিয়েছে। আহত আবু বক্কর কাশিয়ানী উপজেলারছোটখারকান্দি গ্রামের রহমান শেখের ছেলে।