ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় মা মেয়ে গুরুত্বর আহত

ফকিরহাট প্রতিনিধি।|
বাগেরহাটের ফকিরহাটে পারিবারিক করহের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুত্ব আহত হয়েছেন মা ও মেয়ে।আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভতি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাগলা দেয়াপাড়াগ্রামে। আহতের পরিবার জানায়, গতকাল শনিবার সকাল আনুমানিক ৯টায় উক্ত গ্রামের সুধিরদেবনাথের বৃদ্ধ স্ত্রী কাঞ্চন রানী দেবনাথ (৮০) কে বাড়ীতে একা পেয়ে তার নিকট আত্মীয় অমল দেবনাথ ওতার পুত্র অসিত দেবনাথ লাঠি-সোঠা দিয়ে মারপিট করে। কাঞ্চন রানীর আর্তচিৎকার শুনে তার কন্যা ওমনোতোষ দেবনাথের স্ত্রী উষা রানী দেবনাথ (৪০) ঘটনা স্থলে ছুটে আসলে তাকেও মারপিট করা হয় বলেতাদের অভিযোগ। এতে মা-মেয়ে গুরুত্বর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।আহতদের সাথে প্রতিপক্ষের দীর্ঘদিনের পারিবারিক কলহ চলে আসছে বলে স্থানীয়রা জানায়। বিষয়টিমডেল থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করা হয়েছে। ###