সাতক্ষীরায় সাংবাদিক জলিলের উপর হামলার প্রতিবাদে ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন

gbn

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল জলিলের উপর মাদক চোরাচালানীদের হামলার প্রতিবাদে ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি। বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মোজাফফর রহমান, সেলিম রেজা মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, এশিয়ান টেলিভিশনের কলারোয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম লিটন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের উপরে হামলা হয় কিন্তু বিচার হয় না। যে কারনে মাদক ও চোরাকারবারিরা সাংবাদিকদের গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছে। সাংবাদিকদের নিজের মধ্যে বিভেদের কারনেই চোরাকারবারিরা, মাদক ব্যবসায়ীরা এধরনের উর্দ্ধত্য দেখাতে পারে। সাংবাদিক আব্দুল জলিলের উপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষনা দিয়ে বক্তারা অবিলম্বে সাংবাদিক আব্দুল জলিলের উপর হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন