১৯ দিন পর আলিফ ফিরে পেলো মা,বাবাকে

gbn

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ আলিফ নওগা জেলার সদর উপজেলার খাস নওগা গ্রামের কাঠ মিস্ত্রি মতিউর রহমান ও মা ছালমা বেগমের ২য় সন্তান। আলিফ বাড়ী থেকে পথ ভুলে চলে আসে গাইবান্ধার পলাশবাড়ীতে সেখানে রাব্বী নামক এক ব্যাক্তির কাছে ৭ দিন থেকে সেখান থেকে চলে আসে সাদুল্যাপুরের একবারপুর জয়নালের নিকট জয়নাল তাকে মহাসড়কের পাশ থেকে বাড়ী নিয়ে যায়   ৮ দিন থাকার পর পিতা মাতার সন্ধ্যান না পেয়ে  জয়নাল তাকে ধাপের হাট পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করেন, সুদক্ষ ইনচার্জ সেরাজুল হক অবুঝ শিশু আলিফ কে, সাবেক ইউ,পি চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই স্হানীয় শ্রমিক নেতা নজরুল ইসলামের জিম্মায় দেন এবং মিডিয়ার লোকজন ডেকে ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহন করলে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিফের ছবি ভাইরাল হয়ে যায় একপর্যায়ে ১৯ দিন পর ফেবুতে আলিফের ছবি দেখে মা,বাবা আজ বৃহস্পতিবার ১০০ কিঃমিঃ দুরে নওগা থেকে গাইবান্ধার ধাপের হাট পুলিশ তদন্ত কেন্দ্রে ছুটে আসে এবং সন্তান কে সনাক্ত করে ইনচার্জ সেরাজুল হকের কাছ থেকে আলিফ কে বুঝে নেন এ সময় যাদের কাছে এই ১৯ দিন আলিফ ছিল সেই,রাব্বী,জয়নাল এবং নজরুল উপস্হিত ছিলেন, মায়া খুবই কষ্টদায়ক,অল্প সময়ে আলিফ এই জনকে বাবা ডেকে মন জয় করে অন্তরে স্হান করে নিয়েছেন,প্রকৃত বাবা মার হাতে আলিফ কে তুলে দিতে গিয়ে সবাই আবেগে  নয়নে অশ্রু চলে আসে এমন মহৎ কাজের জন্য, আবারো ধন্যবাদ ইনচার্জ সেরাজুল ভাইকে। নিজ কেও ধন্য মনে করছি  এমন পোষ্ট ফেবুতে দিয়ে, পোষ্টটা শেয়ার করেছিলেন ৯৩ জন সবাই কে ধন্যবাদ জানাই প্রচারের জন্য।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন