মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরন

মৌলভীবাজার প্রতিনিধি ||
ইনার উইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন ইন্টান্যাশনাল ডিস্ট্রিক-৩২৮ এর উদ্যোগে গত ১০ফেব্রæয়ারী শনিবার বিকেলে জেলা গার্লস হ্উাস প্রশিক্ষন হলে জেলার শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়। রোকেয়া মাহবুব চৌধুরী এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাধুরী মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে শীত বস্ত্র বিতরন করেন ইনার উইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন ইন্টান্যাশনাল ডিস্ট্রিক-৩২৮ এর সদস্যরা। বক্তব্য রাখেন শিক্ষক অপরাজিতা রায়,শাহীনা বেগম, সৈয়দা খায়রুনননেছা ইয়াসমিন, গুলশান আরা চৌধুুরী সদস্য ইসমত আরা মুন্নী,সৈয়দা মাহবুুবা রহমান,নিলুফা জেসমিন মুক্তি।