জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্ণীতি মামলার রায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিবাদ সভা

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্ণীতি মামলার রায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জেবিএনপি প্রতিবাদ সভা করেছে। কড়া পুলিশ প্রহরায় শহরের পাঠানপাড়া দলীয়কার্যালয়ের সামনে শনিবার বেলা ১১টা থেকে প্রায় ঘন্টাব্যাপী শান্তিপূর্ণভাবেসভাটি অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ও পৌর বিএনপির আয়োজনেসভায় বক্তব্য রাখেন জেলা জাতীযতাবাদী আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদক নুরুলইসলাম সেন্টু,জেলা স্বেচ্ছাসেবক লীগ আহব্বায়ক আনোয়ার হোসেন,জেলাছাত্রদল জেষ্ঠ্য যুগ্ম আহব্বায়ক ফারুক হোসেন,পৌর ছাত্রদল সভাপতি মীম ফজলেআজিম প্রমুখ। সভায় বক্তরা বলেন, বিএনপি প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম
খালেদা জিয়া এবং দলের জেষ্ঠ্য ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাটিপ্রতিহিংসামুলক ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রনোদিত। মামলাটিমিথ্যা,বানোয়াট,ষড়যন্ত্রমুলক ও জাল নথির মাধ্যমে সাজানো। বক্তরা এই রায়প্রত্যাখ্যান করে তা প্রত্যাহারের জোর দাবী জানান। তাঁরা দেশব্যাপী বিএনপিনেতাকর্মীদের উপর মামলা,হামলাসহ জুলুম নির্যাতনেরও তীব্র নিন্দা জানান। সভায়বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।