সাতক্ষীরার তালায় কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার প্রধান আসামি সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈয়দ আকিব জেলহাজতে

gbn

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার প্রধান আসামি সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈয়দ আকিবকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তালা থানা পুলিশ। 

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আদালত পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, সৈয়দ আকিবকে বৃহস্পতিবার দুপুরে আদালতের গারদে আনা হয়। জামিনের আবেদন না থাকায় তাকে দুপুরের পরপরই সাতক্ষীরা জেলহাজতে পাঠানো হয়। 

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, বুধবার রাতে অভিযান খুলনার ‍ডুমুরিয়া থানা এলাকা থেকে কলেজছাত্রকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও নির্যাতন মামলার প্রধান আসামি সৈয়দ আকিবকে গ্রেপ্তার করা হয়। মামলার বাকি চার আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

প্রেমের বিরোধকে কেন্দ্র করে গত রোববার বিকেলে কলেজ ছাত্র তালার জাতপুর এলাকার শোয়েব আজিজ তন্ময়কে তালা কলেজ ছাত্রাবাসে ডেকে এনে বেধড়ক মারপিট করে মাথা মুণ্ডন করে দেয় তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিব। পরের দিন সোমবার তন্ময়ের বাবা আজিজুর রহমান বাদি হয়ে সৈয়দ আকিবকে প্রধান আসামি ও শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র চক্রবর্তী,ছা্ত্রলীগ কর্মী জেআর সুমন,জয় এবং নাহিদ হাসানকে আসামী করে ,চাঁদাবাজি,মারপিট,অপহরণসহ অন্যান্য অভিযোগে তালা থানায় মামলা করেন। 

মামলা নং-২০। তাং-২৫/০৪.২২। ধারা  ১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৩৭৯/৫০৬। মামলার বাকি ৪ আসামি এখনো পলাতক রয়েছেন। এদিকে সংগঠনবিরোধী কাজ করায় সৈয়দ আকিবকে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিস্কার করে জেলা ছাত্রলীগ। 
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন