জিবিনিউজ 24 ডেস্ক//
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করতে উপহার পাঠিয়েছেন সাকিব আল হাসান। উপহারে ১০ লাখ টাকা দিয়েছেন এ তারকা অলরাউন্ডার।
মূলত বিসিবিতে কর্মরত অফিস সহকারী, পরিচ্ছন্নতা কর্মী এবং মাঠকর্মীদের জন্য বরাদ্দ সাকিবের এই ঈদ উপহার।
উপহার বন্টনের দ্বায়িত্ব দেওয়া হয়েছে বিসিবিকে। সাকিব বলে দিয়েছেন যেন সবার মধ্যে টাকাটা সমানভাবে ভাগ করে দেওয়া হয়।
সাকিবের পক্ষ থেকে এ রকম উপহার এবারই প্রথম হলেও উল্লিখিত কর্মীদের জন্য এটি নতুন নয়। এর আগেও নানা সময়ে তারকা ক্রিকেটারদের অনেকেই নিয়মিত ঈদ উপলক্ষে বড় অঙ্কের উপহার পাঠিয়ে এসেছেন তাদের জন্য।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন