তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে নিহত ১২

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

তিউনিসিয়া উপকূলে অভিবাসীদের বহনকারী চারটি নৌকা ডুবে ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরো ১০ জন। নৌকাগুলোতে আফ্রিকার ১২০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলো।

রোববার (২৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

তিউনিসিয়ার কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কর্নেল আলী আয়ারি জানিয়েছে, স্ফ্যাক্সের উপকূল থেকে ৯৮ জনকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, দ্বন্দ্ব-সংঘাতে জর্জরিত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক নাগরিকরা দেশটির এই উপকূল ব্যবহার করে ইউরোপে পালানোর চেষ্টা করে।

তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় চলতি সপ্তাহে জানায়, উপকূল থেকে গত বছর দুই হাজার অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীকে গ্রেফতার করা হয়। ২০২১ সালে সাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছাতে সক্ষম হয় ১৫ হাজার অভিবাসী।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন