মির্জা ফখরুল রোববার সংবাদ সম্মেলন করবেন

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৭ সেপ্টেম্বর রোববার সংবাদ সম্মেলন করবেন। ২৬ সেপ্টেম্বর শনিবার মধ্যরাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।    জানা গেছে, শনিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। সেসব বিষয় জানাতেই সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব।    বৈঠক সূত্র জানায়, গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন না হওয়ায় তোপের মুখে পড়েন সিনিয়র নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও স্থায়ী কমিটির তিনজন নেতা তদন্ত কমিটি গঠনে সংশ্নিষ্ট নেতাকে প্রশ্ন করেন।    জানা গেছে, বৈঠকের মধ্যেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববারের মধ্যে এ তদন্ত কমিটি গঠনের জন্য বলা হয়েছে।    গত ১১ সেপ্টেম্বর চারটি সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের দিন ঢাকা-১৮ আসনের দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন নেতাকর্মী আহত হন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন ও যুবদলের উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন