নবীগঞ্জে আগামী ২৬ এপ্রিল ৩০৫টি পরিবারের মধ্যে ১শ জন ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ গৃহ প্রদান উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রেস বিফিং

gbn

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ- হবিগঞ্জের নবীগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় দাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে আগামী ২৬ এপ্রিল। এ উপলক্ষে নবীগঞ্জ প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। রবিবার (২৪ এপ্রিল) সকাল ১১টার সময় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের ধারাবাহিকতায় ওই দিন নবীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ৩০৫ টি ঘরের মধ্যে ১শ টি ঘর গৃহহীন ও ভূমিহীন পরিবারের নিকট ব্যক্তির দলিল, নামজারী খতিয়ান, সার্টিফিকেটসহ হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, বিগত ২০২০ সালের ৭ই মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন দেশের একটি মানুষ গৃহহীন বা ভূমিহীন থাকবেনা। এ ঘোষণা অনুযায়ী মুজিবর্ষে প্রতিটি গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছে দুর্যোগ সহনীয় আধা পাকা ঘর এবং ২ শতাংশ জমির মালিকানা। এই ধারাবাহিকতায় ৩য় পর্যায়ে সম্পূর্ণ বিনামূল্যে ২ শতাংশ জমির মালিকানাসহ আধা পাকা বাড়ি পাবেন নবীগঞ্জ উপজেলার গৃহহীন ও ভূমিহীন ৩০৫ টি পরিবার। গৃহহীন ও ভূমিহীনদের নির্বাচনের ক্ষেত্রে ৩ স্তরে যাচাই বাচাই, উপজেলা টাস্কফোর্স কমিটির সর্বসম্মতিক্রমে তালিকা চুড়ান্ত করা হয়। এবং হবিগঞ্জ জেলা প্রশাসকের চুড়ান্ত অনুমোদনক্রমে ২ শতক করে জমি বন্দোবস্ত প্রদান করা হয়। জমির দলিল সম্পূর্ণ নামজারী ফ্রী সরকারীভাবে প্রদান করা হবে। এমন কি গৃহ বুঝিয়ে দেয়ার পূর্বেই দলিল ও নামজারী প্রক্রিয়া সম্পন্ন পূর্বক হস্তান্তর করা হবে। ৩০৫ টি নির্মিত গৃহের তথ্য জানিয়ে বলেন, বাগাউড়া ১৬১ টি (মুজিব পল্লী), আলমপুর ৪৬টি (জয়বাংলা পল্লী), ইনাতগঞ্জ ৩৭টি (মুজিব স্বপ্ন পল্লী), বাউসা ৫৩টি (বঙ্গঁমাতা পল্লী) ও বৈঠাখাল ৮টি (মুজিব স্বপ্নলোক)। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, প্রেসক্লাবের সদস্য মহিবুর রহমান, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি অঞ্জন রায়, জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, আইটি বিষয়ক সম্পাদক মোঃ জসিম মিয়া, সাংবাদিক সাগর মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, যুবলীগ নেতা দিপন ধর প্রমূখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন