টিসিবির ট্রাক থেকে পণ্য ছিনতাই

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর একটি পণ্যবাহী ট্রাক আটকিয়ে পণ্যসামগ্রী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার পুমদী ইউনিয়নের পুমদী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার খাদ্য গুদাম থেকে টিসিবির ডিলার মেসার্স হাজী ট্রেডার্সের উত্তাধিকার আলী হায়দার ট্রাকে করে টিসিবি পণ্য গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে পুমদী ইউনিয়নের পুমদী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় একদল দুর্বৃত্ত ট্রাকটি আটকিয়ে বস্তা কেটে বেশ কয়েকটি প্যাকেট ছিনতাই করে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, পুমদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমানসহ আরও অনেকে।

এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম বলেন, ট্রাক আটকিয়ে ৫-৭ প্যাকেট টিসিবি পণ্য নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় টিসিবির ডিলার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন