তৃতীয় বলেই উইকেট নিলেন মোস্তাফিজ

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১০ম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এ ম্যাচে দিল্লির হয়ে খেলছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ম্যাচের প্রথম ওভারেই বল দেওয়া হয়েছে তাকে। নিজের তৃতীয় বলেই ম্যাথু ওয়েডকে আউট করেছেন ফিজ।

শনিবার (২ এপ্রিল) পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়াসে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত।

 

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ের পরই ভারতে উড়াল দিয়েছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু বাধ্যতামূলক তিন দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ করে অনুশীলন করলেও মাঠে নামার সুযোগ আসছিলো না তার সামনে। আজই প্রথম ম্যাচের স্কোয়াডে তাকে রাখার সুযোগ ছিলো দিল্লি ক্যাপিটালসের। সে সুযোগ কাজে লাগিয়েছে দলটি।

ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে বাংলাদেশি পেসারকে কিনেছে দিল্লি। তাকে জায়গা করে দিতে আজ ভারতীয় ডানহাতি পেসার কমলেশ নাগরকোটিকে বসিয়ে রেখেছে দিল্লি। মোস্তাফিজের দলে পেস বোলার হিসেবে আরো আছেন খলিল আহমেদ ও শার্দুল ঠাকুর। অথচ মোস্তাফিজের মতোই দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে যাওয়া লুঙ্গি এনগিডি দলে আছেন। কোয়ারেন্টিন পর্ব পেরিয়ে আজ তাকেও নামানোর সুযোগ ছিলো দিল্লির। একাদশে মাত্র তিনজন বিদেশি নিয়ে নেমেছে দিল্লি।

গুজরাট টাইটান্স একাদশ

শুভমান গিল, ম্যাথিউ ওয়েড, বিজয় শঙ্কর, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেয়াতিয়া, রশিদ খান, বরুন অরুন, লুকি ফার্গুসন, মোহাম্মদ শামি।

দিল্লি ক্যাপিটালস একাদশ

পৃথ্বি শ, টিম শেইফার্ট, মানদ্বীপ সিং, রিশাভ পান্ত (অধিনায়ক), রভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, খলিল আহমেদ, মোস্তাফিজুর রহমান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন