বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাউশা ইউনিয়নের দাসেরকোণা গ্রামে একদল প্রভাবশালী লাটিয়াল বাহিনীর কান্ড! দিন দুপুরে প্রাণ নাশক অস্ত্র দিয়ে একটি অসহায় পরিবারের লোকজনের ঘর- বাড়িতে হামলা, লুটপাট ও দফায় দফায় রক্তক্ষয়ী ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করে পড়েছেন বিপাকে বাদী পক্ষের লোকজন৷ পলাতক আসামীদের হুমকিতে মানবেতর জীবনযাপন করছেন নির্যাতনের শিকার অসহায় পরিবারের লোকজন৷ তারা জানান, আসামীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার অপচেষ্টা চালিয়ে এলাকায় আতংক সৃস্টি করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সংবাদকর্মীদের নিকট গতকাল দাসের কোণা গ্রামের শেফু মিয়া অভিযোগ করে বলেন, তাদের ভোগ দখলীয় ও মালিকানাধীন জায়গা জোর পূর্বক দখল করার জন্য একই গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র আমরু মিয়ার নেতৃত্বে আমাদের জায়গা দখল করতে গত ২৯ জানুয়ারি তাদের দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়ে শেফু মিয়ার বড় ভাই ওমান প্রবাসী খসরু মিয়া (৪০) সহ তাদের পক্ষের লোকজনকে আহত করে ঘর- বাড়িতে হামলা চালায়৷ এতে আশংকাজনক অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। চিকিৎসা শেষে গত ২৪ ফেব্রুয়ারী এ ঘটনায় নবীগঞ্জ থানায় ২৫ জনকে আসামী করে একটি মামলা এফ.আই.আর হয়৷ অপর দিকে, একই ঘটনার জের ধরে গত ১১ ফেব্রুয়ারিতে শেফু মিয়ার আপন চাচাতো ভাই ৩য় শ্রেণীর ছাত্র শিশু আব্দুর রেজাককে উপরি মিয়া ও তার পুত্র স্বপন মিয়া ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখমী করেন। এঘটনায় ও নবীগঞ্জ থানায় শিশু আব্দুর রেজাকের বাবা বাবরু মিয়া বাদী হয়ে হামলাকারী পিতা- পুত্রকে আসামী করে আরেকটি মামলা গত ৩ মার্চ নবীগঞ্জ থানায় মামলা রেকর্ড হয়৷ পৃথক দুই ঘটনায় পলাতক আসামী ছানু মিয়া, দয়া মিয়া, সাজন মিয়া, উপরি মিয় ও স্বপন মিয়া সহ দীর্ঘ দিন আসামীরা পলাতক থেকে উভয় মামলার বাদী পরিবারকে আবারো প্রাণনাশের হুমকি দিয়ে গত শুক্রবার সকাল ১১টায় শিশু আব্দুর রেজাকের পিতাকে রাস্তায় পথরোধ করে প্রাণে হত্যার উদ্দেশ্য হামলা চালালে স্থানীয়দের সহায়তায় হামলাকারীদের কবল থেকে রক্ষা পান তিনি। এ ঘটনায় নবীগঞ্জ থানার এস. আই সম্রাট মিয়াকে অবহিত করেছেন বলেও জানান বাদী পরিবার। এ বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন নির্যাতনের শিকার অসহায় পরিবারের লোকজন৷

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন