ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ অতীতের যে কোন সময়ের তুলনায় গাইবান্ধার পলাশবাড়ী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা যোগদানের পর থেকে পাল্টে গেছে গোটা থানা এলাকার চিত্র এমনটাই দাবি করেছেন সচেতন পলাশবাড়ীবাসী।
গাইবান্ধা জেলার প্রবেশদ্বার পলাশবাড়ী থানা একটা সময় ছিলো মাদক জুয়া ও সন্ত্রাসীদের অভয় আশ্রম। সময়ের ব্যবধানে পলাশবাড়ী থানা এখন অনেকটাই মাদক ও জুয়া মুক্ত।
পলাশবাড়ী গাইবান্ধা সড়কে প্রায় প্রতিনিয়ত ডাকাতি ছিনতাই চুড়ি হতো। অবিশ্বাস হলে ও সত্য পলাশবাড়ী গাইবান্ধা সড়ক ও পলাশবাড়ী হাইওয়ে সড়ক এখন ডাকাত মুক্ত।রাত পোহালেই শুনতে হয় না আটো ছিনতাইয়ে কথা।
পলাশবাড়ী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কারন জানতে চাইলে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান দল মত নির্বিশেষে সকলের সহযোগিতার কারনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। যত দিন পলাশবাড়ী থানায় থাকবো সকলের সহযোগিতা নিয়ে কাজ করবো।মাদক সন্ত্রাস জুয়া,চুরি,ডাকাতি ছিনতাই ও জঙ্গিবাদ রোধকল্পে পলাশবাড়ী থানা পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন