জিবি নিউজ 24 ডেস্ক //
টেনিস বিশ্বে রাফায়েল নাদাল মানেই যেন ইতিহাস। শ্বাসরুদ্ধকর ম্যাচে দানিল মেদ্ভেদেভকে হারিয়ে রেকর্ড ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেনের পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৬-২, ৭-৬, ৬-৪, ৬-৪ ও ৭-৫ গেমে জিতে এ রেকর্ড গড়েন রাফায়েল।
মেদ্ভেদেভকে হারিয়ে ২১তম মেজরের শিরোপা উঁচিয়ে ধরলেন ৩৫ বছর বয়সী নাদাল। রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে ছাড়িয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড নিজের করে নিলেন এ স্প্যানিশ কিংবদন্তি।
এ আগে ফেদেরার ও জোকোভিচের সঙ্গে এতদিন সমান ২০টি করে জয়ের রেকর্ড ছিল রাফায়েল নাদালের।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন