বসন্ত এসে গেছে

মধুলীনা কলকাতা ||
বাঙালির সরস্বতী পুজো মানেই বসন্ত এসে গেছে।আর বসন্ত মানেই প্রেম আর সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেনটাইন ডে।বঙ্গসন্তানদের পুজোর কিছুদিন পর হয় ফাইনাল পরীক্ষা,তাই ভালো রেজাল্ট হওয়ার জন্য প্রার্থনার সাথে সাথে হয় আরো একটাই প্রার্থনা “প্রেমটা এবার জমিয়ে দিও মা”।