ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বকেয়া বেতন, নিয়োগে ঘুষ বাণিজ্য বন্ধসহ বিভিন্ন দাবীতে ময়মনসিংহের ভালুকায় ওরস্যালাইন ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী কোম্পানি এসএমসি এন্টারপ্রাইজের মূল ফটকে দু’দিন ধরে শ্রমিকদের শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে।
জানা যায়, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার(১১জানুয়ারি) চলমান এই বিক্ষোভ করেছেন শ্রমিকরা। কাজে না গিয়ে পাওনা বেতন পরিশোধ, বেতন বৃদ্ধি, সরকারি ও সাপ্তাহিক ছুটির টাকা, চাকুরি স্থায়ী করণ, চাকুরিতে যোগদানের সময় ঘুষ বাণিজ্য বন্ধ করে শ্রমিকদের প্রাপ্য মর্যাদাসহ বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ করছেন কারখানার আট শতাধিক শ্রমিক।
বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, আমরা অবহেলিত, নির্যাতিত পাওনা বেতন চাইতে গেলেও চাকুরিচ্যুত করা হয়, আমরা কাজ করি এসএমসি এন্টারপ্রাইজে একটি থার্ড পার্টি কোম্পানি (এ.এইচ খান এন্ড কোম্পানি)র মাধ্যমে, এই কোম্পানির মাধ্যমে কাজ করে আমরা সময়মত বেতন পাই না, এসএমসি'র আন্ডারে কর্মরত যে সকল শ্রমিক কাজ করে, তাদের সাথে তুলনামূলক আমরা কোন প্রকার সুবিধা পাচ্ছি না, তাই আমরা কোন থার্ড পার্টি কোম্পানি আন্ডারে কাজ করতে আগ্রহী না, আমাদের সরাসরি এসএমসি'র আন্ডারে স্থায়ী ভাবে কাজ করতে দিতে হবে । কোন শ্রমিক চাকরিতে যোগদানের সময় তিন-পাঁচ হাজার টাকা ঘুষ নিচ্ছে, এ.এইচ খান এন্ড কোম্পানির প্রতিনিধি মনোজ কান্তি মজুমদার ও মারুফ সহ কয়েকজন মিলে এই টাকা ভাগাভাগি করে।
ঘুষ নেওয়াসহ অন্যান্য অভিযোগের বিষয়ে এ.এইচ খান এন্ড কোম্পানির কোন প্রতিনিধি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। এমনকি এসএমসি কারখানার ভেতর সাংবাদিকগণকে প্রবেশ করতেও দেয়া হয়নি।
ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর এএসপি সাইদুর রহমান বলেন- শ্রমিকদের বিভিন্ন দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করছি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন