ডিগ্রী আজ হাতের মুঠোয়

মধুলীনা কলকাতা ||জিবি নিউজ টোয়েন্টিফোর ||
3 ইডিয়ট সিনেমায় রাঞ্চরদাস চাঁচরের মতো আপনাদের আর কোনো অসুবিধায় পড়তে হবে না।ফাইল ভর্তি করে সার্টিফিকেটর বোঝাগুলি আর বয়ে নিয়ে বেরাতে হবে না।বর্তমানে ভারত সরকার অনুমোদিত NAD(ন্যাশনাল একাডেমিক ডিপোজিটারী) নামে একটি অথেনটিক ওয়েবসাইট তৈরী করা হয়েছে যার মাধ্যমে শিক্ষা সংস্থাগুলি আপনার মার্কশিট, ডিগ্রী,ডিপ্লোমা সমস্ত সার্টিফিকেটগুলি এই সাইট ডাউনলোড করে দেবে আর আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনাদের আঁধার লিংক যোগ করাতেই পেয়ে যাবেন এই নথিপত্র।