জিবি নিউজ 24 ডেস্ক //
চলতি বছরের ফেডারেশন কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ না করায় বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা ক্লাবকে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেইসঙ্গে দলকে ফেডারেশন কাপের পরবর্তী আসর থেকে নিষিদ্ধ করে বাফুফে।
জানা গেছে, স্বাধীনতা কাপে কমলাপুর স্টেডিয়ামের টার্ফে অংশ নিয়ে চোটাক্রান্ত হন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ, তারিক কাজী ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজ। চোটের এই শঙ্কা থেকেই ফেডারেশন কাপে অংশ নেওয়া থেকে বিরত থাকে বসুন্ধরা কিংস। উত্তর বারিধারা তাদের অনুসরণ করে প্রতিযোগিতা বয়কট করে।
বসুন্ধরা ও উত্তর বারিধারার এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় বাফুফে। যে কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন