সুনামগঞ্জে প্রধানমন্ত্রী ও আদালত নিয়ে ফেসবুকে কুটক্তি: গ্রেফতার ১

gbn

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাইকোর্টে নিয়ে অবমাননাকর বক্তব্য ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবকের নাম- লুৎফুর রহমান শাওন (২৮)। সে জেলার ছাতক পৌরশহরের গণক্ষাই এলাকার কালা মিয়ার ছেলে। এঘটনা প্রেক্ষিতে আজ শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মাহবুব আলম বাদী হয়ে থানায় মামলা নং-২০ দায়ের করেছেন। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে- গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে লুৎফুর রহমান শাওন তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও রাষ্ট্রবিরোধী কয়েকটি ফেসবুক গ্রæপ পেইজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে হাইকোর্ট ও প্রধানমন্ত্রীকে নিয়ে কুটক্তি করে স্ট্যাটাস দেয়। এঘটনার প্রেক্ষিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে লুৎফুর রহমান শাওনকে গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃত যুবক কোন দলের সাথে জড়িত রয়েছে কিনা তা জানা যায়নি। ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা বের করার জন্য তদন্ত চলছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন