Bangla Newspaper

হানিমুনে গিয়ে দুর্যোগের কবলে পাওলি

128

জিবিনিউজ ডেস্ক //

সম্প্রতি ভারতের গুয়াহাটির ব্যবসায়ী অর্জুন দেবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আবেদনময়ী অভিনেত্রী পাওলি দাম। বিয়ের রিসেপশন পর্ব শেষ করে এ দম্পতি এখন সুইজারল্যান্ডে হানিমুনে রয়েছেন। কিন্তু সেখানে গিয়ে বিপদে পড়েছেন পাওলি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝেমধ্যেই হানিমুনের বিভিন্ন ছবি শেয়ার করছিলেন পাওলি। কিন্তু সেখানে এমন বিপদে পড়বেন, সেটা কল্পনাও করেননি এই সুন্দরী অভিনেত্রী।

আল্পসের গায়ে পিকচার পারফেক্ট হানিমুন করছিলেন পাওলি-অর্জুন জুটি। একটি স্কি রিসর্টে ছিলেন তারা। বেশ কয়েকদিন ধরেই ওই অঞ্চলে প্রবল তুষারপাত হচ্ছিল। তুষার ধস হতে পারে- এমন আশঙ্কায় ওই এলাকার সব পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন।

জানা গেছে, গত বুধবার ওই রিসর্টের সব পর্যটকদের হেলিকপ্টার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ছিলেন পাওলি-অর্জুনও। পর্যটকদের সবাই সুস্থ ও বিপদমুক্ত রয়েছেন বলে খবর পাওয়া গেছে

Comments
Loading...