ভালুকায় ফ্রী চিকিৎসা সেবা‌ ক্যাম্প

gbn

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় গরীব, দুস্থ্য ও অসহায়দের' সুফিয়া-হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন'র উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা ঢেওয়াতলী গ্রামে সকাল থেকে দিনব্যাপী ফ্রী চিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

 

স্থানীয় সমাজসেবক মরহুম আলহাজ্ব আ. হেলিম মন্ডল হলু'র ১ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে সুফিয়া-হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে   ওই চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে জানান আয়োজকরা। বাস্তবায়নে সহযোগীতা করেন হবিরবাড়ী জেনারেল হাসপাতাল। 

 

পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ও পাঁচজন স্বাস্থ্যসহকারীর সমন্বয়ে প্রায় পাঁচ শত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

 

এ সময় নিউরো ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এ সালাম আকন্দ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সৌমেন পাল, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এম এ বারী, গাইনী ডা. পম্পা বৈরাগী, ও ডা. শুভঙ্কর চিকিৎসা সেবা প্রদান  করেন।

এসময় অন্যান্নের মাঝে উপস্থিত, ছিলেন সুফিয়া-হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সাঈদ জুয়েল, ব্যাবস্থাপনা পরিচালক এ.বি. সিদ্দিক সোহেল, পরিচালক ও সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান সোহাগ, সমাজসেবক আলহাজ্ব শহিদুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন প্রমুখ।

আয়োজক সংগঠনের ব্যাবস্থাপনা পরিচালক এবি সিদ্দিক সোহেল বলেন- 'আমার পিতার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ফ্রী স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যসেবা ব‌ঞ্চিত মানুষের জন্য আমাদের এই উদ্যোগ নিয়মিত করার ইচ্ছে রয়েছে'।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন