বিক্ষোভকারীদের গায়ে হাত তোলার দায়ে ফরাসি প্রেসিডেন্টের দেহরক্ষীর কারাদণ্ড

জিবি নিউজ 24 ডেস্ক //

বিক্ষোভকারীদের গায়ে হাত তোলার দায়ে ফরাসি প্রেসিডেন্টের সাবেক দেহরক্ষীর তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে মে দিবসের বিক্ষোভ চলাকালে রাজধানী প্যারিসে এক পুরুষ বিক্ষোভকারীকে আঘাত ও এক নারীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়। এই কাজটি করেছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর তৎকালীন দেহরক্ষী (নিরাপত্তা উপদেষ্টা) আলেক্সান্দর বেনাল্লা (৩০)। ভিডিও ফুটেজে দেখা যায়, ওই সময় তিনি পুলিশের হেলমেট এবং বেজ পরিহিত ছিলেন। এ নিয়ে তখন ফ্রান্সজুড়ে ব্যাপক সমালোচনা হয়।

 

আজ শুক্রবার প্যারিসের একটি আদালত বিক্ষোভে সহিংস আচরণ এবং বেআইনিভাবে পুলিশ কর্মকর্তার বেশ নেওয়ার দায়ে তাঁকে কারাদণ্ড দেন।

এই ঘটনা ফ্রান্সের প্রেসিডেন্টকে গুরুতর রাজনৈতিক সংকটে ফেলে। ভিডিও ফুটেজ প্রকাশ হওয়ার বেনাল্লাকে দুই সপ্তাহের জন্য সাময়িক বরখাস্ত করে এলিসি প্রাসাদ। তবে এরপর আবার তিনি মাখোঁর নিরাপত্তার দায়িত্বে বহাল হোন।

তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি বেনাল্লাকে ৫০০ ইউরো বা ৫৭৫ মার্কিন ডলার জরিমানাও করেছেন আদালত।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন