নিজ দলের কর্মী হত্যা শৈলকুপায় আ’লীগ নেতাদের বিরুদ্ধে মানববন্ধন

gbn

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে তাদের এক কর্মী হত্যার অভিযোগ এনে বুধবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। রাশিদুল ইসলাম উকিল মৃধা নামে এক আওয়ামীলীগ কর্মকে সম্প্রতি হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে ও আসামীদের শাস্তির দাবীতে শত শত মানুষ এই কর্মসুচিতে অংশ গ্রহন করেন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে আয়োজিত এই কর্মসুচিতে নিহতের স্বজন, জনপ্রতিনিধি, দলীয় কর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি এবং এলাকার শত শত মানুষ অংশ নেয়। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও ঐ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ারদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, নিহতের স্ত্রী ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বর তানিয়া খাতুন, নুরুল ইসলাম দুলু, আসাদুজ্জামান খোকন, মোস্তফা বাদল, দামুকদিয়া গ্রামের সমাজপতি ঝন্টু, আলম, ও সূর্যসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত হন মানববন্ধনে। বক্তারা বলেন, রাশিদুল ইসলাম উকিলকে যারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তাদের সকলকে আইনের আওতায় এনে দ্রুত সময়ে বিচার কাজ শুরু করতে হবে, একই সাথে ফাঁসির দাবি জানান। উল্লেখ্য আওয়ামীলীগের প্রভাব বিস্তারের জের ধরে মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে গত ২৫ জুলাই প্রতিপক্ষরা কুপিয়ে উকিল মৃধা কে হত্যা করে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন