‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে অস্ট্রেলিয়া’

জিবি নিউজ 24 ডেস্ক //

ওয়ানডেতে পাঁচবার বিশ্বকাপ জিতলেও টি-টোয়েন্টিতে বিশ্বসেরার মুকুটটি অধরাই রয়েছে গেছে অস্ট্রেলিয়ার। ২০১০ সালে ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল অজিদের। তবে এবার অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথদের হাত ধরে অস্ট্রেলিয়ার শিরোপা জেতার সুযোগ দেখছেন ব্রেট লি।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারসাম্যপূর্ণ স্কোয়াড সাজিয়েছে অস্ট্রেলিয়া। তাই অস্ট্রেলিয়ার এই দলটিকে তাদের ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে উল্লেখ করেন লি। তাছাড়া এবারের আসরে ভারতের পক্ষেও বাজি ধরছেন তিনি।

 

এ প্রসঙ্গে ব্রেট লি বলেন, 'আমি মনে করি এটি সম্ভবত অস্ট্রেলিয়ার সেরা স্কোয়াডগুলোর মধ্যে একটি। ভারত অবশ্যই সেরা ক্রিকেটটাই খেলবে এবং তারা বিশ্বকাপ জিততে পারে। আমি একজন দেশপ্রেমিক, তাই আমি চাই অস্ট্রেলিয়া জিতুক এবং আমি মনে করি তারা জিততে পারে। কিন্তু ভারত অবশ্যই ফাইনালে উঠবে। সেই সঙ্গে আমি মনে করি অস্ট্রেলিয়ারও সেরা সুযোগ আছে।’

এদিকে ইংল্যান্ডের হয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন ইয়ন মরগান, জস বাটলার, ডেভিড মালানরা। অভিজ্ঞ এসব ক্রিকেটাররা থাকার কারণে ইংল্যান্ড অন্যান্য দলগুলোর জন্য হুমকি হতে পারেন বলে মনে করেন লি। ইংল্যান্ডের চেয়ে ভারতকেই ঢেড় এগিয়ে রাখছেন তিনি। ভারতের দলে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার মতো বিশ্বমানের তারকারা। তাছাড়া তরুণ ক্রিকেটারদের আধিক্য থাকায় বতর্মান সময়ে ভারত দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন লি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন