রাজনৈতিক দলগুলো যদি রাষ্ট্রের মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ হয়, এই দেশ শুদ্ধ হতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা লাগবে না
রাজু আহমেদ, প্রাবন্ধিক।
জনগণ সচেতন হলে কী হতে পারে ভাবুন—চোর চুরি করে সেই মাল ফেরত দিতে বাধ্য হবে। হ্যাঁ, এই দেশেই তা সম্ভব হয়েছে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে চোর, তার ভাইস ব্রাদার ও আশ্রয়দাতাদের—কেউই বঙ্গভূমিতে ঠাঁই পেত না। অথচ সামান্য স্বার্থের জন্য আমরা একে অপরের ছাল-বাল তুলে নেই, দিনশেষে কাজের কাজ কিছুই হয় না।
ভোলাগঞ্জের সাদা পাথর ফিরতে শুরু করেছে যথাস্থানে। হাইকোর্ট সময় বেঁধে দিয়েছে সাতদিন। সচেতন ও সজাগ থাকলে আরও অনেক কিছুই ফিরবে। পাথর ফিরতে পারলে ব্যাংক থেকে লুট হওয়া টাকাও ফেরানো যাবে। চুরি করে মাল ফেরত দেওয়া সহজ হয়নি—চেপে ধরতে হয়েছে। এবারও ধরতে হবে, যাতে সব ফেরত দেয়ার পরও কয়েকবার বাপ ডেকে মাফ চাইতে হয়। ভবিষ্যৎ চোরদেরও দেখে রাখা উচিত—জনতা জাগলে মাফ নেই। চুরির খরচ যেমন, ফেরতের খরচ দ্বিগুণ। ভোলাগঞ্জের চোরদের ঠান্ডা করে ছাড়তে হবে—এই দৃষ্টান্তই গড়বে আগামীর বাংলাদেশ। এখন ঘুমানোর সময় নয়, বরং আরও ধাক্কা দিতে হবে, যাতে চোররা সুড়সুড় করে সব ফেরত দেয়।
রাজনৈতিক দলগুলো যদি রাষ্ট্রের মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ হয়, এই দেশ শুদ্ধ হতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। জাগ্রত জনতার পাহারা দুষ্টচক্রের পতন ত্বরান্বিত করবে। ছাত্র-জনতার জাগরণ জিন্দা থাকুক, হাড্ডি নিয়ে কামড়াকামড়িতে ফাটল না ধরুক। শাসক ও শত্রুপক্ষ বিভাজন চায়—তাদের ষড়যন্ত্র রুখতে হবে।
সব অশুভ শক্তিকে একসাথে হারানো যাবে না। একটার পর একটা টার্গেট করতে হবে—পরিশুদ্ধির সুযোগ না নিলে পতন বরণ করাতে হবে। দেশের অনেক সমস্যা সমাধানের জন্য পুরনো, অনুপযোগী কাঠামো ভাঙা ছাড়া উপায় নেই। অনেকেই দায়িত্বকে মালিকানা ভেবে দফতর দখল করে রেখেছে—তাদের হাত থেকে শোধনের সুযোগ বারবার আসে না।
অবৈধ অর্থপ্রবাহ বন্ধ করতে পারলেই অনেকের লোভ কমে যাবে। রাজনীতিকে টাকা বানানোর যন্ত্রে পরিণত হতে দেওয়া যাবে না। ঘুষ, দুর্নীতি, চুরি, চাঁদাবাজি—এসব বন্ধে সামাজিক ও জাতীয় ঐক্য জরুরি। যে মাথা পচে গেছে, তা পুড়িয়ে হলেও সংক্রমণ রোধ করতে হবে। সামাজিক বৈষম্য মুছে ফেলতে হবে। চোরদের সুযোগ না দিলে রাষ্ট্রের চেহারা বদলাতে কয়েক সপ্তাহই যথেষ্ট।
অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জাতীয় জিহাদের শুরু হোক ভোলাগঞ্জের সাদা পাথর থেকে। সাদা পাথরের মতো সাদা হোক আমাদের হৃদয়। চোরের তকমা ঝেড়ে ফেলার এ-ই সময়, এ-ই সুযোগ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন