রজিনীকান্ত ও লোকেশ কানাগরাজের ‘কুলি’ ছবি নিয়ে আলোচনার শেষ নেই। ছবির একটি বিশেষ গান ‘মোনিকা’-তে নাচতে দেখা গেছে পূজা হেগড়েকে। তার নাচে মুগ্ধ নেটিজেনরা। সেই তালিকায় রয়েছেন অনেক তারকাও। তবে পূজাকে চমকে দিলেন ইতালির কিংবদন্তি অভিনেত্রী মনিকা বেলুচি।
গানটি দেখে পূজার নাচের প্রশংসা করেছেন তিনি। এমন তথ্যই দিলেন পূজা। তিনি এক সাক্ষাৎকারে জানান, গানটি মনিকা বেলুচির কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। তিনি সেটি বেশ উপভোগ করেছেন। প্রশংসা করেছেন।
পূজা হেগড়ে বলেন, ‘ওহ, সত্যিই? ওয়াও! এটা এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রশংসা।’
তিনি আরও জানান, ‘আমি সবসময় মনিকা বেলুচির ভক্ত। তার সৌন্দর্য ও অভিনয়ে বারবা মুগ্ধ হয়েছি। তার ব্যক্তিত্বে একটা অনন্যতা আছে যা মাদকের মতো আকৃষ্ট করে। তার মতো তারকার কাছ থেকে স্বীকৃতি পাওয়া আমার জন্য বড় প্রাপ্তি।’
পূজা হেগড়ে আরও উল্লেখ করেছেন, লোকেশ কানাগরাজের কথায় গানটি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে যা ছবিতে দর্শক টিকিট আনার ক্ষেত্রে সহায়ক হবে। তিনি বলেন, ‘পরিচালক গানটিকে গুরুত্ব দিয়েছেন এবং আমাকে সেই কাজের জন্য বেছে নিয়েছেন সেজন্য আমি কৃতজ্ঞ।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন