ড. ইউনূস ১৫ আগস্ট শোক পালনের আহ্বান জানিয়েছেন দাবিটি ভুয়া : প্রেস উইং

gbn

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘১৫ আগস্টে শোক পালনের আহ্বান জানিয়েছেন’ শীর্ষক দাবিতে একটি ভিডিও অনলাইনের প্ল্যাটফরমে প্রচার হচ্ছে। 

ভিডিওটিতে ড. ইউনূসের কথিত কণ্ঠে বলতে শোনা যায়, ‘আগামী ১৫ আগস্ট জাতির একটি শোক দিবস। আপনারা যে যেখানে থাকেন, সেদিন শুক্রবার যেহেতু, সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো একটা ব্যাজ ধারণ করেন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের যে ১৬ জন... তো আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে।’

প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট জানিয়েছে, প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের এই ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভুয়া অডিও যুক্ত করে ড. ইউনূসের বক্তব্য দাবিতে প্রচার হচ্ছে।

 

 

প্রেস উইং ফ্যাক্ট জানিয়েছে, এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ৯ আগস্ট ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে যে বার্তা দিলেন’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া গেলেও দুই ভিডিওর বক্তব্যের অডিওতে অমিল পাওয়া যায়। 

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, ড. ইউনূস ৮ আগস্ট দেওয়া এই ভাষণে ১৫ আগস্ট বিষয়ে কোনো মন্তব্যই করেননি। অর্থাৎ, ভিডিওটির মূল অডিও বদলে ভিন্ন অডিও যুক্ত করে দেওয়া হয়েছে।

১৫ আগস্ট বিষয়ে ড. ইউনূসকে অন্য কোথাও এমন মন্তব্য করতে দেখা যায়নি। এ থেকে প্রতীয়মান হয় যে, এই অডিওটি ভুয়া। এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে অডিওটি। পরবর্তীতে তা যুক্ত করে দেওয়া হয়েছে ভিডিওতে।

তা ছাড়া প্রচারিত ভিডিওটি গভীরভাবে পর্যবেক্ষণ করলেও ড. ইউনূসের ঠোঁটের নড়াচড়ার সাথে অডিও স্পষ্ট অমিল লক্ষ করা যায়। 

 

পরবর্তী অনুসন্ধানে জানা যায়, ৭ মার্চ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস উদ্‌যাপন বা পালন না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত অক্টোবরে এ বিষয়ে আদেশও জারি করা হয়। 

সুতরাং, ড. ইউনূসের ১৫ আগস্ট শোক পালনের আহ্বান দাবিতে অডিও বদলে তার বক্তব্যের পুরনো ভিডিও প্রচার করা হচ্ছে, যা সম্পাদিত।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন