ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষিতে নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। তিনি বলেন, এটি আমাদের প্রধানমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীনতার প্রতিফলন।
মঙ্গলবার সংসদের বর্ষাকালীন অধিবেশনে ‘অপারেশন সিঁদুর’ বিষয়ে আলোচনার সময় লোকসভায় তিনি বলেন, দেশের ইতিহাসে এই প্রথম, একটি যুদ্ধ থেমে গেলো—কিন্তু তা আমাদের সরকার বা সেনাবাহিনী নয়, বরং আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করলেন।
গত ১০ মে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার চরম মুহূর্তে ট্রাম্প দাবি করেন, দুই দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং তা ওয়াশিংটনের মধ্যস্থতায়।
তবে ভারতের পক্ষ থেকে একাধিকবার স্পষ্ট করে বলা হয়েছে, যুদ্ধবিরতির সিদ্ধান্ত ভারত ও পাকিস্তানের দুই দেশের সেনাপ্রধানদের সরাসরি আলোচনার ফল।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, নেতৃত্ব মানে শুধু কৃতিত্ব নেওয়া নয়, বরং দায়ও স্বীকার করা। কিন্তু এই সরকার প্রশ্ন এড়াতেই ব্যস্ত থাকে। জনগণের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই। আসলে, মানুষের জন্য এদের মনে কোনো জায়গা নেই—সবকিছুই রাজনীতি, প্রচার।
ভারত ৭ মে অপারেশন সিঁদুর শুরু করে। পাহালগামে হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হওয়ার প্রতিক্রিয়ায় পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে চালানো হয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। চার দিনব্যাপী সেই সংঘাতের পরে ১০ মে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছায়।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন